Skip to main content

Posts

Showing posts with the label A Poem

সুলতানের অভ্যাস🤴

                             🔴🔴 🔴🔴 সুলতানের অভ্যাস 🔴🔴 🔴🔴 আদাব হুজুর সুলতান আহমেদ খান ,👑 ওনার দরবার " আলী  শান "! কত কত খান!🐟🥘😋 বটেই তো, উনিতো সুলতান !  ⚔ চিবোতে চিবোতে পান , 🟢 গরীবে করেন দান,💰 করেন সোনার মধ্যে স্নান,😱🟡 বটেই তো উনিতো সুলতান !  ⚔ যা ইচ্ছা, তাই চান, পূরণ না হলে ওয়াজিরের  কাটবে কান!👂 প্রাতঃভ্রমণে যান, বটেই তো উনিতো সুলতান !  ⚔ মনে মনে গায়ে গান ,🎤 মারেন হ্যাঁচকা টান,🧵 'না' বললে, গুস্সার বইবে বান! বটেই তো উনিতো সুলতান !  ⚔                                                             ______ - _____ কুবের নাগ   ____________________ আদাব হুজুর - RESPECT THE KING আলী শান - BEAUTIFUL, ROYAL LOOKING ওয়াজির - A HIGH OF...

A..... 🖊💊🐊🎛🎛🎛🏀👕🦁👞👞🔶🌃🐱🏏💨👨‍🎓🚘🥤🐤🐝