Skip to main content

Posts

Showing posts with the label trip article

তাজপুর ভ্রমণ 🏖🏖

                  🏖🏖 তাজপুর ভ্রমণ 🏖🏖 এই করোনা আবহাওয়ায় ঘরে বসে বসে পায়ে জং ধরে গেলো। আর ভালো লাগে না। তাই আমার জেঠু (জেঠামশাই) , জেম্মা (জেঠিমা) , পিসু (পিসেমশাই) , পিসি , দাদু  ও নেহা দিদি সবাই প্ল্যান করেছিলো তাজপুর যাবার।  এবার জেঠু আমাকে বললো, ''কি? তুই ও কি যাবি ?'' আমি আর এই সুযোগ ছাড়ি? সটাং হ্যাঁ  বলে দিলাম। তবে মা বাবা   যাচ্ছিলো না। তাহলে তো আরো বেশি মজা! ১৯ তারিখে যাওয়ার কথা ছিল।   যাবার সময় মায়ের জন্য মন কেমন করছিলো ও বাবাকে ছেড়ে যেতেও ইচ্ছা করছিলো না। কিন্তু আমি জানতাম যে এ বেড়াতে যাওয়া বেশি দিনের নয়। শনিবার যাচ্ছি, এই তো সোমবার ফিরে এসব।  গাড়ি তে করে সকাল ৮টার সময় সুলতান , রাঞ্চো , থিয়া , বেনজি (আমার পোষ্যরা), মা   ও বাবাকে টাটা করতে করতে বেরিয়ে  পড়লাম।  কি লম্বা রাস্তা! চলছে তো চলছেই, চলছে তো চলছেই!  খুব আনন্দ   হচ্ছিলো - শুধু একটা জিনিস আমার একদমই পছন্দ হচ্ছিলো না।  নেহা দিদি ১০০%    💯❗ Volume-এ গান চালিয়ে রেখে ছিল ...